চুয়াডাঙ্গার জীবননগরে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করা ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার সকাল ১১টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বসুন্ধরার এ উপহার বিতরণ করা হয়।
শুভসংঘের জীবননগর উপজেলা সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সহকারী কমিশনার মাহবুবা মঞ্জুর মৌনা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি শাহজান কবীর, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. সাজেদুর রহমান ও সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. হাসানুজ্জামান, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তারেক, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাহিদুল ইসলাম, মো. আছাদুর রহমান সুজন, পৌর বিএনপি নেতা সফিকুল ইসলাম খোকাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষক ও শুভসংঘের স্বেচ্ছাসেবীরা।
বসুন্ধরা শুভসংঘের জীবননগর উপজেলা কমিটির উপদেষ্টা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন মো. হাসানুজ্জামান হাসান।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী নারী উন্নয়ন, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্যে বাড়ি নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি সহকারী কমিশনার মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই ২০ নারী সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিনের মাধ্যমে নতুন করে জীবন শুরু করতে পারবে, আর্থিকভাবে সচ্ছল হতে পারবে।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা বলেন, সেলাই মেশিন ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিজের হাতে উপার্জন করার পথ পেলাম।