রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারি ইউনিয়নের চর জয়রামওঝা বসুন্ধরা শুভসংঘ স্কুলের অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাল্যবিবাহ থেকে ফিরে এসে আবার কলেজে ফেরা জুই আক্তার। এ সময় নিজের জীবনের গল্প শুনিয়ে তিনি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যান।
জুই বলে, ‘আমার বয়স তখন ১৬। নবম শ্রেণিতে পড়ার সময়ই বিয়ে হয়ে যায়। সংসারে সুখ ছিল না, পড়াশোনার ইচ্ছে ছিল প্রবল। একসময় সব হারিয়ে বাবার বাড়ি ফিরে আসি। শুভসংঘের ভাইবোনেরা পাশে দাঁড়িয়েছিল বলেই আমি আবার স্কুলে ফিরেছি। এখন গঙ্গাচড়া মহিলা কলেজে পড়ি। আমি চাই, আর কোনো মেয়ে যেন বাল্যবিবাহে তার স্বপ্ন হারায় না।’
বসুন্ধরা শুভ সংঘের গঙ্গাচড়া শাখার সভাপতি রায়হান কবির বলেন, ‘আমরা শুধু আর্থিক সহায়তা নয়, মানসিক ও সামাজিকভাবে মেয়েদের পাশে দাঁড়াতে চাই। জুই আক্তার এখন আমাদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। বাল্যবিবাহ জীবনের সমাপ্তি নয়, বরং নতুন শুরুর সাহসী নাম।’
সমাবেশে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক জেসমিন আক্তারের সভাপতিত্বে গঙ্গাচড়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি রায়হান কবির, সহসভাপতি তুহিন ইসলাম, সদস্য শিমা আক্তার, আসাদুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘বাল্যবিবাহ সমাজের এক গভীর ব্যাধি, যা মেয়েদের শিক্ষা ও স্বপ্নকে থামিয়ে দেয়। পরিবার ও সমাজকে একসঙ্গে সচেতন হতে হবে, প্রতিটি মেয়ের স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক