শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে ও পরীক্ষার প্রস্তুতিকে আরও প্রাণবন্ত করতে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে দ্বিতীয় বর্ষের প্রায় দুইশত পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। কলেজের সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা নিজাম উদ্দিন সৌরভ এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, “আজকের এই সুন্দর আয়োজনের মূল উদ্দেশে হচ্ছে আমাদের প্রিয় পরীক্ষার্থীদের মনোবল বাড়ানো, তাদের সাফল্যের জন্য দোয়া করা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে কিছু উপহার প্রদান করা। যা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে ও আত্মবিশ্বাসী করে তুলবে।”
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, “শিক্ষা মানুষের আলোকিত জীবনের চাবিকাঠি। আমাদের এই উদ্যোগের লক্ষ্য শুধু উপকরণ বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের উৎসাহিত করা—যেন তারা আত্মবিশ্বাস নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। বসুন্ধরা শুভসংঘ সবসময় তরুণ প্রজন্মের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি জিহাদ হাসান, মাহমুদুল হাসান আকাশ, সানাউল হক স্বাধীন, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিদা আফরিন জেরিন, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা হক জিশা, সানভীর আহমেদ সোহান, মুসাব্বির সৌরভ, দপ্তর সম্পাদক মাশরাফি রহমান রাহাত, সদস্য ফারজানা মুন, মেহবুবা হায়দার জেরি, মাইসারা মৈত্রী, কুলসুম আক্তার, ফারিয়া, তৃষা, মিঠুন, সাদি, আমিনুর, নাঈম, আব্দুল্লাহ, জীবন, বিবেক, নোমান, মুন্না, সজীব, নাসিম, নিপুন, অপি, মনীষা, সন্ধ্যা, নাবিলা আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া