তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি যেন পুরোপুরি মেনে চলে; তার জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, প্রয়োজনে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে চাপ সৃষ্টি করা উচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস পক্ষ যুদ্ধবিরতি মানছে এবং প্রকাশ্যেই তাদের অঙ্গীকার জানিয়েছে। কিন্তু ইসরায়েল এখনো চুক্তি ভঙ্গ করছে।
শুক্রবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বক্তব্যে এরদোয়ান আরও বলেন, বিশ্বসম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে চুক্তি মানতে বাধ্য করতে হবে। যুদ্ধবিরতি না মানলে নিষেধাজ্ঞা কিংবা অস্ত্র বিক্রি বন্ধের মতো পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, তুরস্ক যুদ্ধবিরতির বাস্তবায়ন তদারকিতে গঠিত ‘টাস্ক ফোর্সে’ যোগ দেবে। প্রয়োজনে তুর্কি সেনাবাহিনী সামরিক বা বেসামরিক যেকোনোভাবে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি গাজার পুনর্গঠন কার্যক্রমেও তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিরোধিতা করেছেন। এ বিষয়ে এরদোয়ান বলেন, গাজায় যে টাস্ক ফোর্স কাজ করবে, তার কাঠামো এখনো নির্ধারিত হয়নি। এটি একটি বহুমাত্রিক বিষয়, তাই আলোচনা চলছে। তুরস্ক গাজার সহায়তায় সবধরনের প্রস্তুতি নিয়ে আছে।
তিনি উপসাগরীয় দেশগুলোকে গাজার পুনর্গঠন তহবিলে এগিয়ে আসার আহ্বান জানান। এরদোয়ানের ভাষায়, এককভাবে কেউই এই বিশাল পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।
উল্লেখ্য, গাজা যুদ্ধের সময় তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। নেতানিয়াহুকে তিনি হিটলারের সঙ্গে তুলনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল