সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায, দীর্ঘদিন ধরে কুলঞ্জ গ্রামের ওই দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে বিকেলে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে।
বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিন্টু দাস বলেন, আহত হয়ে দিরাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্তত ২০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ ছিলেন ১১ জন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ওসি তদন্ত উত্তম কুমার জানিয়েছেন, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।