গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলকে বাধ্য করতে নিষেধাজ্ঞা আরোপ বা অস্ত্র বিক্রি বন্ধের মতো পদক্ষেপ নেওয়া উচিত।
ইসরায়েলের অন্যতম প্রধান সমালোচক ন্যাটো সদস্য তুরস্ক সম্প্রতি মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা রাখছে। এরদোয়ান সম্প্রতি উপসাগরীয় সফর থেকে ফেরার সময় সাংবাদিকদের বলেন, আমরা যুদ্ধবিরতি নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করছি। হামাস যুদ্ধবিরতি মেনে চলছে। এর প্রতি তাদের প্রতিশ্রুতির কথা প্রকাশ্যে জানাচ্ছে। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।
এরদোয়ানের কার্যালয় থেকে প্রকাশিত মন্তব্যের প্রতিলিপি অনুসারে, এরদোয়ান মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল যাতে পূর্ণাঙ্গভাবে যুদ্ধবিরতি মেনে চলে, তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে। নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে ইসরায়েলকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল