ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভূইশ্বর গ্রামের উত্তর হাটি এলাকা থেকে গতকাল দুপুরে লাশটি উদ্ধার করা হয়। কুলসুম ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী এবং চান্দের হাটির ফারুক মিয়ার মেয়ে। পরিবারের দাবি, তাকে যৌতুকের টাকার জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ওড়না দিয়ে লাশ বসতঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর গৃহবধূর স্বামী মামুন ও তার শ্বশুর পলাতক। ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।