চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় ভারত থেকে আসা বুনো শূকর নষ্ট করছে খেতের ধানসহ বিভিন্ন ফসল। বিলভাতিয়ার ফসলি জমিতে নিয়মিত শূকর হানা দিলেও সীমান্ত এলাকা হওয়ায় প্রতিরোধে ব্যবস্থা নিতে পারছেন না চাষিরা। বিষয়টি বিজিবির নজরে আনা হয়েছে। জানা যায়, ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রায় প্রতি রাতে হানা দিচ্ছে ভারতীয় বুনো শূকর। বিল এলাকা হওয়ায় ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। অবাধে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমানায় চলে আসে শূকর। রাতভর জমিতে ছোটাছুটি করায় নষ্ট হচ্ছে ফসল। জামিল হোসেন নামে স্থানীয় একজন জানান, রাতে ভারত থেকে শূকর আসে আর ভোর হওয়ার আগেই চলে যায়। সকালে আমরা জমিতে গিয়ে ক্ষয়ক্ষতি দেখতে পায়। মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আমার কাছে এসেছিলেন। তাদের সহযোগিতা করা হবে।