বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও লার্ভা ধ্বংসের উপায় তুলে ধরে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
সচেতন নাগরিক হিসেবে বক্তব্য দেন হাছেনুর রহমান পলাশ। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ নয়, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সতর্কতাই সবচেয়ে বড় শক্তি। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, স্থির পানি না রাখা, মশারি ব্যবহার করা ও আক্রান্ত হলে অবহেলা না করা—এসব ছোট ছোট দায়িত্বই আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারে।”
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ডেঙ্গু এখন শহর থেকে গ্রামে ছড়াচ্ছে। তাই প্রতিটি পরিবারের সদস্যকে সতর্ক হতে হবে। দ্রুত জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং পানি জমতে না দেওয়া- এগুলোই ডেঙ্গু রোধের মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন।
তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধ একদিনের কাজ নয়—এটি একটি ধারাবাহিক সামাজিক প্রচেষ্টা। শুভসংঘ সবসময় মানুষের পাশে থেকে সচেতনতা ও মানবিক সেবা দিয়ে আসছে। আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচির লক্ষ্য হলো প্রতিটি ঘর, প্রতিটি পরিবারকে ঝুঁকিমুক্ত রাখা। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সম্মানিত নিজাম উদ্দীন সৌরভ, সহ-সভাপতি জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াকুব হোসেন মারুফ, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ,সহ-সাংগঠনিক সম্পাদক সাদিক হাসান ফয়সাল,সহ সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহ আলম জীবন, ভ্রমণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অশেষ দেব, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজওয়ান নাসিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম জিহাদ, দপ্তর সম্পাদক মুসাব্বির সৌরভসহ দপ্তর সম্পাদক জিসান, কার্যকরী সদস্য সুজন পাল।
লিফলেটের মূল বার্তা ছিলো-
১. বাড়ির ভেতর ও বাইরে পানি জমতে দেবেন না
২. পরিত্যক্ত টব, টায়ার, ড্রাম, বোতল দ্রুত পরিষ্কার বা অপসারণ করুন
৩. সকাল ও সন্ধ্যায় মশা বেশি কামড়ায়—এসময় মশারি বা রিপেলেন্ট ব্যবহার করুন
৪. হালকা জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন
৫. ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ব পালনে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তরুণদের এই মানবিক প্রচেষ্টা সমাজকে আরও নিরাপদ ও সচেতন করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/তানিয়া