লালমনিরহাট সদরে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার আয়োজনে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) খুনিয়াগাছ ইউনিয়নের ক্বাসেমুল উলুম কওমী মাদ্রাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।
এতে মাদ্রাসার ১০০ জন কওমী শিক্ষার্থী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরা তিন শিক্ষার্থীকে তাদের সুন্দর, শুদ্ধ ও উচ্চারণভঙ্গি অনুসারে বিজয়ী ঘোষণা করা হয়।
এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন মো. আব্দুল আল মামুন, দ্বিতীয় স্থান অর্জন করেন হাফেজ মো. রাসেল এবং তৃতীয় হন মো. নাহিদ হাসান। পরে তাদের হাতে সম্মাননা হিসেবে বই তুলে দেওয়া হয়।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন শিক্ষার্থীর হাতে শীত সুরক্ষা সামগ্রী—পেট্রোলিয়াম জেল উপহার হিসেবে প্রদান করা হয়। এতে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান সুমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষক মুফতি সেলিম রেজা ও অন্যান্য শিক্ষক, শুভসংঘ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, কার্যকারী সদস্য নিশান ও আকাশ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম বলেন, কেরাত শুধু সুরেলা তিলাওয়াত নয়, বরং তা আল্লাহর বাণীর প্রতি গভীর মমত্ববোধ জাগানোর একটি পথ। শিক্ষার্থীদের মধ্যে এ ধরণের প্রতিযোগিতা আয়োজন তাদের আত্মিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বসুন্ধরা শুভসংঘ জেলা সভাপতি মো. কামরুজ্জামান সুমন বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করা এবং নৈতিক মূল্যবোধ গঠনে শুভসংঘ সবসময় পাশে থাকবে। ধর্মীয় অনুশাসন, মানবিকতা ও দেশপ্রেম—এই তিন গুণের সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ে ওঠে।
সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, গ্রাম-গঞ্জের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা খুব সীমিত সুযোগ-সুবিধা নিয়ে পড়াশোনা করে। তাদের মনোবল বাড়াতে এমন প্রতিযোগিতা ও উপহার তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগায়। ভবিষ্যতেও শুভসংঘের এই আয়োজন অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কামাল