লক্ষ্মীপুরে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খ্রিসা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জসীম উদ্দীন, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপির যুগ্ম মহা-সচিব অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের সভাপতি মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, জজকোর্টের পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, সনাকের সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি আরমান হোসাইন, রাফি, মুরাদ প্রমুখ।
সভায় জেলার সমস্যা ও সম্ভাবনাসহ সার্বিক চিত্র তুলে ধরেন বক্তারা। ডিসি তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/জামশেদ