মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শেষের দিকে ভারত সফরে যেতে পারেন বলে জানা গেছে। তিনি রাজস্থানের উদয়পুরে এক হাই-প্রোফাইল ভারতীয়-আমেরিকান দম্পতির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তার সম্ভাব্য আগমন উপলক্ষে একটি মার্কিন নিরাপত্তা দল ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছেছে। তারা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছে বলে রাজস্থান পুলিশের একটি সূত্র এনডিটিভিকে নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র অনুযায়ী, এই জমকালো বিয়ে আগামী ২১ এবং ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানটি পিচোলা লেকের মাঝে অবস্থিত ঐতিহাসিক জগ মন্দির প্যালেসে হওয়ার কথা রয়েছে। আর প্রাক্-বিবাহ অনুষ্ঠান সিটি প্যালেসের অভ্যন্তরে মানিক চকে অনুষ্ঠিত হবে। সূত্র মারফত জানা গেছে, ট্রাম্প জুনিয়র অবশ্য দ্য লীলা প্যালেস উদয়পুরে অবস্থান করবেন।
ট্রাম্প জুনিয়র ছাড়াও, বহু রাজনীতিবিদ এবং ভারতীয় সেলিব্রিটির এই বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে। ভিআইপি অতিথিদের আগমনের আগে থেকেই রাজস্থান প্রশাসন শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা শুরু করেছে। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল এনডিটিভিকে একথা জানিয়েছেন। সূত্রমতে, দুই দিনের এই উৎসব চলাকালীন উদয়পুর উচ্চ সতর্কতায় থাকবে এবং বিমানবন্দর থেকে লেক পিচোলা পর্যন্ত পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হবে।
হ্রদের শহর নামে পরিচিত উদয়পুর বিলাসবহুল ঐতিহ্যবাহী হোটেল, প্রাসাদ এবং দুর্গের সমাহার। আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত এই রাজকীয় শহরটি সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস, রবিনা ট্যান্ডন, নীল নীতিন মুকেশ এবং হার্দিক পান্ডিয়ার মতো বহু প্রভাবশালী ভারতীয়দের প্রিয় বিবাহের গন্তব্য হিসেবে উঠে এসেছে। এমনকি ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির প্রাক্-বিবাহের অনুষ্ঠানও এই ঐতিহ্যবাহী শহরে অনুষ্ঠিত হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল