চলতি বছর বক্স অফিসে রাশমিকা মান্দানাই শাসন করেছেন। পাঁচটি সিনেমা মিলিয়ে তাঁর আয় ১ হাজার ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে। বলিউড–দক্ষিণ মিলিয়ে ২০২৫ সালে রাশমিকাই নিঃসন্দেহে বক্স অফিসের রানি।
বছরের শুরুতে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া লক্ষ্মণ, উতেকর পরিচালিত ‘ছাবা’তে ভিকি, কৌশলের সঙ্গে জুটি হয়ে হাজির হন রাশমিকা। এই ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি ঝড় তোলে বক্স অফিসে—আয় ৮০০ কোটি রুপি। এরপর এ আর মুরুগোদাস পরিচালিত ‘সিকান্দার’ মুক্তি পায় ৩০ মার্চ। সালমান, খান–রাশমিকা জুটির এই ছবি আয় করেছে ১৭৬ কোটি।
দক্ষিণে ফেরার পর রাশমিকা অভিনীত তামিল–তেলেগু ছবি ‘কুবেরা’ মুক্তি পায় ২০ জুন, আয় ১১৫ কোটি। দেওয়ালিতে মুক্তি পাওয়া ‘থামা’য় তাঁর বিপরীতে ছিলেন আয়ুষ্মান, খুরানা। এখনো প্রেক্ষাগৃহে চলছে, আয় ১৬৮ কোটি। সবশেষ ৭ নভেম্বর আসে রাহুল, রবিন্দ্রন পরিচালিত ‘দ্য গার্লফ্রেন্ড’, প্রথম সপ্তাহে আয় প্রায় ৫০ কোটি।
এত আয় সত্ত্বেও রাশমিকার সাফল্যের গল্প নতুন নয়। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’—এসব ছবিতেই তাঁর জনপ্রিয়তা বিস্তার শুরু। তবে আসল মোড় আসে ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে। উপমহাদেশজুড়ে পরিচিতি এনে দেয় ছবিটি। গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা ২’–এ ‘শ্রীভাল্লি’ রূপে আরও বেশি জায়গা ছিল তাঁর, আর সেই জায়গার পুরো ব্যবহারও করেছেন।
সব মিলিয়ে চরিত্র বাছাই, অভিনয়দক্ষতা আর দর্শকপ্রিয়তা—সবদিক থেকেই রাশমিকা এখন নির্মাতা–প্রযোজকদের প্রথম পছন্দ। চলতি বছর আর কোনো ছবি নেই তাঁর। তবে আগামী বছর মুক্তি পাবে ‘ককটেল ২’ আর ‘মাইসা’।
সূত্র: পিংকভিলা, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আশিক