নীলফামারীর চারটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে ক্রীড়া সামগ্রী ও চার নারী ফুটবলারকে বাই সাইকেল দেয়া হয়েছে জেলা পরিষদের উদ্যোগে। বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা এ সময় উপস্থিত ছিলেন।
নীলফামারী ক্রিকেট একাডেমি, নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি, ইলিভেন স্টার ক্রিকেট একাডেমি ও অরুণ উদয় ক্রিকেট একাডেমিকে ক্রিকেট সামগী এবং আব্দুল ওয়াহাব ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে একটি করে বাই-সাইকেল প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও একটি সংগঠনের মাঝে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম