কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের বিষয়ে মুখ খুলেছেন তাঁর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার। তিনি বলেন, অযাচিত মন্তব্যের চেয়ে তিনি গান শুনতে বেশি স্বস্তি বোধ করেন। ১৮ বছরের দাম্পত্য ভাঙা এবং প্রাক্তন স্বামীর নতুন সম্পর্ক নিয়ে এভাবেই নিজের আবেগ প্রকাশ করেন সোফি।
চলতি সপ্তাহের শুরুতে ‘আর্লিন ইজ অ্যালন’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি ছিলেন সোফি। সেখানেই প্রথমবারের মতো সাবেক স্বামীর প্রেমজীবন নিয়ে কথা বলেন তিনি। এ সময় ৫০ বছর বয়সী সোফিকে প্রশংসা করে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন জানতে চান, এত কিছু ঘটার পরও কীভাবে তিনি এত শান্ত থাকেন। উত্তরে সোফি বলেন, মানুষ হিসেবে সবকিছুরই প্রভাব পড়ে—এটাই স্বাভাবিক। তাই বেশি কিছু বলার চেয়ে গান শুনে নিজের মনকে সামলে নিতে ভালো লাগে তাঁর।
সোফি বলেন, তাঁর চারপাশে অনেক মানুষ আছেন, যাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আক্রমণ করতে পারেন। তাই তিনি সচেতন থাকেন। কীভাবে চলবেন, কী হবেন—এটা তাঁর নিজের সিদ্ধান্ত। তবে অনুভূতিহীন হওয়ার প্রশ্নই নেই।
গত সেপ্টেম্বরে ট্রুডো ও তাঁর প্রেমিকা, হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরির একটি ছবি একজন পথচারী তুলেছিলেন। তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে অক্টোবরে, যখন প্যারিসে পেরির জন্মদিনে তাঁদের হাত ধরাধরি অবস্থায় দেখা যায়।
সোফি ও ট্রুডোর ডিভোর্স হয় ২০২৩ সালের আগস্টে। আর ২০০৫ সালে তাঁরা বিয়ে করেছিলেন। তাঁদের তিন সন্তান—জেভিয়ার, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন।
বিডি প্রতিদিন/আশিক