কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হলো স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি।
বুধবার (১৯ নভেম্বর) উলিপুর আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখা এ উদ্যোগের আয়োজন করে। অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাইফুর রহমান, বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দীকী, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাজাদুল ইসলাম সাজু, প্রভাষক সাখাওয়াত হোসেন, মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় অনেক কিশোরী অনাকাঙ্ক্ষিত শারীরিক জটিলতায় ভোগে। তাই নিরাপদ উপকরণ ব্যবহার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত সচেতনতা কার্যক্রম অত্যন্ত জরুরি।
তারা আরও উল্লেখ করেন, মাসিক বিষয়ে অজ্ঞতা ও কুসংস্কারের কারণে কিশোরীরা সংক্রমণ, রক্তাল্পতা, প্রজনন স্বাস্থ্যঝুঁকি এবং স্কুলে অনুপস্থিতির মতো সমস্যার সম্মুখীন হয়। এসব বাধা দূর করতে পরিবার, শিক্ষক এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দীকী বলেন, কিশোরীদের শারীরিক-মানসিক সুস্থতা একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের যৌথ প্রচেষ্টা মাসিক স্বাস্থ্য বিষয়ে ভ্রান্ত ধারণা দূর করতে পারে। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন, আত্মবিশ্বাসী ও সুস্থ হতে সহায়তা করবে।
তিনি আরও জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। উলিপুরের এই সচেতনতামূলক আয়োজন সেই কার্যক্রমেরই অংশ।
কর্মসূচিতে অংশ নেয়া কিশোরীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে এবং ভবিষ্যতে তারা আরও আত্মবিশ্বাসী হতে পারবে।
বিডি-প্রতিদিন/মাইনুল