ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ভারতীয় তারকা রোহিত শর্মা দীর্ঘ সময় শীর্ষে থাকতে পারলেন না। এবার তাকে ছাড়িয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ স্থান দখল করলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
আইসিসি বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, মিচেল নিউজিল্যান্ডের ইতিহাসে কেবল দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন। গত রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি নিউজিল্যান্ডকে ৭ রানে জয় এনে দেন। এই পারফরম্যান্সের সুবাদে তার রেটিং বেড়ে ২৬৯ হয়।
রোহিত শর্মা এক ধাপ নিচে নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তৃতীয় স্থানে অবস্থান করছেন। মিচেলের এই ইনিংস তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরি এবং দলকে জয় এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে।
নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ১৯৭৯ সালে প্রথম কিউই ব্যাটসম্যান গ্রেট গ্লেন টার্নার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে বসেছিলেন। এরপর মার্টিন ক্রো, অ্যান্ড্রু জোন্স, রজার টুজ, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও রস টেইলরদের মধ্যে কেউই শীর্ষ স্থানে পৌঁছাননি। ৪৬ বছর পর মিচেল দ্বিতীয় কিউই হিসেবে সেই কৃতিত্ব অর্জন করলেন।
ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের খেলোয়াড়রাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এর প্রতিফলন র্যাঙ্কিংয়ে পড়েছে। বিশেষ করে ইংল্যান্ডের জো রুট ও আফগানিস্তানের আব্দুল্লাহ ওমারজাইয়ের সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
বিডি প্রতিদিন/মুসা