এশিয়া কাপের সুপার টেনে জমে উঠেছে প্রতিযোগিতা। পাকিস্তানের পর এবার সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ভারত ‘এ’ দল। দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওমানকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে তারা। এর ফলে আবারও ভারত–পাকিস্তান লড়াই দেখার সম্ভাবনা বেড়ে গেছে। দুই দল ফাইনালে উঠতে পারলে অনুষ্ঠিত হবে আরেকটি মহারণ।
টস জিতে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ওপেনার করন সোনাভালে ও হাম্মাদ মির্জা দারুণ সূচনা এনে দেন দলকে। প্রথম উইকেটে আসে ৩৭ রান। এরপরও রান আসতে থাকে নিয়মিত, দুই উইকেট হারিয়ে স্কোর উঠেছিল ৯২।
কিন্তু ইনিংসের মাঝপথে ধস নামে ওমানের ব্যাটিং লাইনআপে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রানে থেমে যায় তাদের সংগ্রহ।
ওমানের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওয়াসিম আলি। হাম্মাদ মির্জা যোগ করেন ৩২ রান। অন্য ব্যাটাররা কেউই ২০ রানের ঘর পার হতে পারেননি। ভারতের হয়ে গুরজাপনীত সিং ও সুয়াশ শর্মা নেন ২টি করে উইকেট। বিজয়কুমার বিশাখ, হর্ষ দুবে ও নমন ধীর নেন ১টি করে উইকেট।
১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রিয়াংশ আর্য (১০) ও বৈভব সূর্যবংশী (১২) দ্রুত আউট হয়ে ফিরে যান।
কিন্তু এরপর দলকে পথে ফেরান নমন ধীর। ১৯ বলে ৩০ রানের দ্রুত ইনিংসে ম্যাচে ফেরান দলকে।
অপরাজিত অর্ধশতরান করে জয়ের কাজ শেষ করেন হর্ষ দুবে। ৪৪ বলে ৫৩ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। নেহাল ওয়াধেরার ২৩ রানও ছিল গুরুত্বপূর্ণ। ১৩ বল হাতে রেখে ভারত ৬ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায়।
ইতোমধ্যেই পাকিস্তান সেমিফাইনালে উঠেছে। ভারতও ওমানকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ চার। ফলে সেমিফাইনালের পর ফাইনালেও দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ওমানের জন্য এ হারে শেষ হলো টুর্নামেন্টের যাত্রা।
বিডি প্রতিদিন/মুসা