শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। প্রাথমিকভাবে লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের পরে জানা যাবে।
পুলিশ জানায়, বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা নামক স্থানে এক নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সকাল দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। পরে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে ফেলে রেখে যায়। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ