পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যক্তি, পরিবার এবং সমাজের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ রোগজীবাণুর বিস্তার রোধ করে এবং একটি স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সহায়তা করে। এই সচেতনতা ছড়িয়ে দিতে খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন।
রবিবার নগরীর সুলতান আহমেদ রোড, দোলখোলা শীতলা বাড়ি মন্দিরের পেছনের রোড এবং মডার্ন ফার্নিচার রোডে অবস্থিত বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকানসহ ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে এই সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে ১০টিরও বেশি দোকানে ময়লার বাস্কেট বিতরণ করা হয়, যাতে দোকানদাররা পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও উৎসাহী হন।
শুভসংঘের সদস্যরা দোকানদার ও স্থানীয় জনগণের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। ক্যাম্পেইন চলাকালে পথচারী ও সাধারণ মানুষও থেমে দাঁড়িয়ে পুরো কার্যক্রম মনোনিবেশ করে শোনেন, যা আয়োজনের সফলতাকে আরও বাড়িয়ে তোলে।
সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেন জেলা শুভসংঘের সদস্য সনত ঘরামী, এবিএম আবু মুসা, দিপু মন্ডল, সানি শেখ, মিনহাজ উজ্জামান, সামি, রুদ্র দাশ, জয় দাশ, মুগ্ধ সাহা, মোহাম্মদ নাজমুল, সৌরভ দেবনাথ, দীপন মন্ডল, আবু রায়হান এবং আব্দুল গনি শেখ প্রমুখ।
সমগ্র কার্যক্রমটি সমন্বয় করেন জেলা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরী।
বিডি-প্রতিদিন/মাইনুল