বাংলাদেশের নারী ক্রিকেটারদের নিয়ে বিসিবির একাডেমি ভবনে লিঙ্গ সংবেদনশীলতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিসিবির আয়োজিত এই কর্মশালার মূল বিষয়বস্তু ছিল নারী খেলোয়াড়দের সচেতনতা বৃদ্ধি, শ্রদ্ধা এবং একটি নিরাপদ, আরও সহায়ক দল সংস্কৃতি গড়ে তোলা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় ও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ থাকা ৫১ জন ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঝে মাঝেই খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণের জন্য কর্মশালা পরিচালনা করে থাকে। এই কর্মশালাগুলোর উদ্দেশ্য হলো আধুনিক কোচিং ধারণা, বয়সভিত্তিক ক্রিকেটারদের উন্নয়ন এবং মাঠ ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া।
সম্প্রতি চট্টগ্রামে একটি ৩ দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। যেখানে কোচদের প্রশিক্ষণ দেন সিনিয়র কোচ ওয়াহিদুল গনি ও গোলাম ফারুক সুরু-এর মতো প্রশিক্ষকরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ