জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ করা মাত্র বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা মোটরসাইকেলটি জব্দ করবে। এছাড়া প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমন নির্দেশনার কথা বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাবি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তালিম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের জানানো যাচ্ছে, ইতোপূর্বে শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধ করার নোটিশ দেওয়া সত্ত্বেও গত ১৮ নভেম্বর দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের দুইজন শিক্ষার্থী মোটরসাইকেলে ক্যাম্পাসে চলাচলের সময় দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন ছাত্রী গুরুতর আহত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জাকসুর নেতৃবৃন্দের সম্মিলিত পদক্ষেপে সংশ্লিষ্ট অভিভাবক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দুইজন শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের মুচলেকার মাধ্যমে মুক্ত করা হয়। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে আসামাত্র প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা মোটরসাইকেল জব্দ করবে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরও বলা হয়, ছাত্র-ছাত্রীদেরকে প্রতিষ্ঠানে মোটরসাইকেল নিয়ে প্রবেশ না করার জন্য এবং বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রয়োজন ব্যতীত শিক্ষার্থীদের ঘোরাফেরা না করার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো। অভিভাবকদের এ ব্যাপারে স্ব-স্ব পোষ্যদের সতর্ক ও সচেতন করার জন্য এবং শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের গেটসমূহ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যেন মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/জুনাইদ