২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছিল কিছুটা দেরিতে। তাই তাদের বিশ্বকাপ নিশ্চিতে অপেক্ষা করতে হয়েছে বেশি। তবে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব শেষ ম্যাচ হয়েছে এসে গোল হজম করতে হয়েছে তাদের।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঘরের মাঠে তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেই স্পেন। এর মধ্য দিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজেয় থাকার যাত্রা অব্যাহত রেখেছে স্প্যানিশরা। যা তারা শুরু করেছিল ২০২৩ নেশন্স লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে।
এর আগে ২০১৮ থেকে ২০২১ সালে সমান ৩১ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড ছিল ইতালির। পয়েন্ট ভাগাভাগি করলেও ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে স্পেন।
এছাড়া ইউরোপ থেকে বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রিয়া চূড়ান্ত পর্বে উঠেছে। এর আগের দু’দিনের বাছাইয়ে নরওয়ে, নেদারল্যান্ড ও জার্মানি নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপ। সবমিলিয়ে ইউরোপ বাছাই থেকে পূর্ণ করেছে ১২ দলের স্লট।
গতকাল লিচেস্টেনকে ৭-০ গোলে হারিয়ে বেলজিয়াম ‘জে’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে কসোভোর সঙ্গে ১-১ সমতার পর সুইজারল্যান্ড ‘বি’ গ্রুপ, ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপ এবং বসনিয়ার সঙ্গে ১-১ সমতার পর অস্ট্রিয়া ‘এইচ’ গ্রুপের নিশ্চিত করে শীর্ষস্থান।
ইউরোপ থেকে আরও চারটি দল বিশ্বকাপের মূলপর্বে উঠতে প্লে-অফ খেলতে হবে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। সেসব গ্রুপের রানার্স-আপ ১২ দলের সঙ্গে ২০২৪–২৫ নেশনস লিগের সেরা চার গ্রুপজয়ী (যারা বাছাইপর্বে নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হতে পারেনি) তারা প্লে-অফে খেলবে। আগামী ২৬ ও ৩১ মার্চ হবে প্লে-অফ।
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। এর আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো চূড়ান্ত করা হচ্ছে। এ লক্ষে গতকাল ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে।
বিডি প্রতিদিন/কামাল