ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন তিনি। হাফসেঞ্চুরি পূর্ণ করে এমন উপলক্ষকে আরও রাঙিয়ে তুলেছেন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২১ রান। মুশফিক ৬০ আর লিটন ১৬ রানে অপরাজিত আছেন।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকের মাইলফলকের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
দলীয় ১০০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক-মমিনুলের ১০৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় টাইগাররা। এর মধ্যে দুইবার জীবন পেয়ে ৬৩ রান করে আউট হন মুমিনুল।
দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সিলেটে প্রথম টেস্টে তারা আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই