ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বসুন্ধরা শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সদস্যরা। রবিবার (১৬ অক্টোবর) বিকালে উপাচার্যের অফিস কক্ষে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন তারা।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন ও সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা শুভসংঘের চলমান কর্মকাণ্ড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপাচার্যের সামনে উপস্থাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ মাহমুদ শুভসংঘের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ইতিবাচক কাজে যুক্ত থাকার আহ্বান জানান।
তিনি নবগঠিত কমিটিকে দায়িত্বশীলভাবে সংগঠন পরিচালনার নির্দেশনা দেন এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে কমিটি সদস্যরা উপাচার্যেকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
বিডি প্রতিদিন/কামাল