চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জহির আহাম্মদ (৫২), মো. সাকিবুল ইসলাম (২২), মো. রানা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রাউজানে অভিযান চালিয়ে দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়ার তথ্যে ভিত্তিতে পটিয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বরে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামি গ্রেপ্তার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টি, দেশিয় অস্ত্র ৮টি, গুলি ৭৫ রাউন্ড ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চৌধুরীহাট মুসলিম হাইস্কুলের পাশে জহির আহাম্মদের মুদি দোকানে অভিযান পরিচালনা করে দোকানদার জহির আহাম্মদকে আটক করে। পরবর্তীতে দোকানের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে আসামি মো. সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয়।
বিডি প্রতিদিন/এএম