মুন্সীগঞ্জ জেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাটলক্ষীগঞ্জ নূরে মোহাম্মদ (সা.) মাদ্রাসা ও এতিমখানার ৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং আশপাশের ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়েছে।
বিশেষ এই আয়োজন সম্পন্ন হয় সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের কোরবানির ঈদে দেওয়া কোরবানির অংশ থেকে সংগৃহীত গোশত দিয়ে। মানবিক এ কর্মসূচির শুরু হয় মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে। এতে ‘জুলাই আন্দোলনে’ নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান হুজুর মুফতি আব্দুস সবুর সাহেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিটন কমিশনার, নূরে আলম তালুকদার, শাহিন মোল্লা এবং নকিব হোসেন রাজিব।
এছাড়াও শুভসংঘের উপদেষ্টা আব্দুল্লাহ আদর, সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সাধারণ সম্পাদক ওয়াশিউ রহমান বৃন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন শুভ, আব্দুস সাত্তার রিফাত, ক্রীড়া সম্পাদক সৃজন শাহরিয়ার অর্ণব, সদস্য অভিন নূর আহনাফ, ইয়াসিন আবির, মো. মহসিন, সাগর হাওলাদার, মো. রাতুল, ফয়সাল হোসেন সজিব এবং আহমেদ পিয়াসসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, “প্রতি বছর কোরবানির ঈদে আমরা আমাদের সদস্য ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় কোরবানির গোশত সংগ্রহ করি। পরবর্তীতে সেই গোশত সংরক্ষণ করে এতিম ও ছিন্নমূল মানুষের জন্য একবেলার সম্মানজনক খাবার আয়োজন করি। ২০১৯ সাল থেকে আমরা ধারাবাহিকভাবে এ উদ্যোগ চালিয়ে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”
শুভসংঘের এই মানবিক কর্মসূচি স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে এবং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিডি প্রতিদিন/আশিক