মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১০ জুলাই) শিবচর উপজেলা প্রেস ক্লাবের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়।
শুভসংঘের সদস্যরা সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও পৌর সুপার মার্কেট এলাকায় আগত সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত হাত-পা ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ওপর গুরুত্বারোপ করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সরোয়ার হোসেন ও রাশেদুল ইসলাম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, সমাজকল্যাণ সম্পাদক পারভেজ মিয়া, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, সোবহান মিয়া, সোহেল মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শুভসংঘের সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন বলেন, 'সচেতনতা ও সতর্কতাই করোনা ভাইরাস প্রতিরোধের প্রধান উপায়। তাই আমরা চাই, মানুষ যেন নিয়মিত মাস্ক পরে, হাত ধোয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।'
স্থানীয়রা শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, করোনার সংক্রমণ নিয়ে আবারও শঙ্কা দেখা দিচ্ছে। এমন সময় জনসচেতনতা তৈরিতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। এর ফলে সাধারণ মানুষ সচেতন হবে এবং স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত হবে।
বিডি প্রতিদিন/মুসা