পাবনার ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ শেষে শিক্ষার্থীর মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। বিতরণকৃত গাছের চারার মধ্যে ছিল নারিকেলের গাছ তালের গাছ ও নিম গাছ।
শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শাকিব খান, সহ-সভাপতি খলিলুর রহমান বাচ্চু ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান এসব গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময়ের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন কৃষি শিক্ষক হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন বলেন, এলাকায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ মানুষের মাঝে ভালো পরিচিতি পেয়েছে। তাদেরকে সাধুবাদ জানাই। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই শুভসংঘের সদস্যদের এই গাছের চারা বিতরণ সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ।
শুভসংঘের সাধারণ সম্পাদক শাকিব খান বলেন, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন চলনবিল অধ্যুষিত বন্যা কবলিত এলাকা। কিছুদিন পরেই এই এলাকায় বন্যার পানি প্রবেশ করবে। তাই এর পূর্বেই গাছ লাগানো প্রয়োজন। সেই চিন্তা থেকেই ওই এলাকায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদেরকে গাছের চারা রোপণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদেরকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়। যাতে ভবিষ্যতে তারা বেশি করে বৃক্ষরোপণ করতে আগ্রহী হয়।
বিডি প্রতিদিন/এএ