নেত্রকোনায় দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহিদুল মন্ডল (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী দুর্গাপুর থানার এসআই মোস্তাক আহমেদ বলেন, ১৯৫২ সনের অনুপ্রবেশ আইনের ৪ ধারায় মামলাটি করা হয়েছে। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আবুল কালাম আজাদ ভারতের হাই কমিশন বরাবরে আবেদন করেছে। তাদের যোগাযোগের পর আইনি প্রক্রিয়ায় তাকে পাঠানো হবে।
এর আগে বৃহস্পতিবার বিকালে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় ঘুরাঘুরির কালে স্থানীয়দের নজরে পড়লে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায়। আটককৃত মহিদুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মন্ডলের ছেলে।
স্থানীয় ও ঘুরাঘুরির সময় ভারতীয় নাগরিকের সাথে কথা বলে জানা গেছে, নিজ দেশে তিনি ভাঙারির ব্যবসা করতেন। তার সাথে বাংলাদেশী কয়েকজন ব্যবসা করতো। ওই বাংলাদেশীরা প্রায় ১৫ বছর ধরে থাকতো। তাই তাদের সাথে পরিচয়।
এই পরিচয়ে বাংলাদেশী একজনের সাথে ৩০ হাজার রুপি নিয়ে ব্যবসা করতে চলে আসেন। গত ১৫ দিন আগে বাংলাদেশের শেরপুর সীমান্তের কোনো এক এলাকা দিয়ে প্রবেশ করেন। কিন্তু তার সহযোগী তার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। গলায় একটি চেইন ছিল, সেটিও নিয়ে যায়। এরপর ময়মনসিংহ আসেন। বোতল টুকাতে টুকাতে কয়েকদিন ধরে জীবিকা নির্বাহ করছেন। ময়মনসিংহ থেকে হাঁটতে হাঁটতে দুর্গাপুর চলে আসেন। এখানে ঘুরতে দেখে স্থানীয়রা থানায় জানালে প্রথমে বলে বিজিবি দেখবে। পরে বিজিবিকে জানালে তারা বলেন, সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে হলে তারা আটক করতে পারে। এরপর বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন গোয়েন্দা তথ্যের পর উর্ধ্বতনের নির্দেশে পুলিশ গিয়ে আটক করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল