পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের বাড়ি থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। সাপটি প্রায় ৫ ফুট লম্বা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক মাসুম শিকদারের বাড়ির উঠানে জালে প্যাচানো অসুস্থ অবস্থায় সাপটিকে উদ্ধার করে তারা। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা করেন সংগঠন সদস্যরা। পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা জানান, সাপটি দেখে ওই কৃষকের বাড়ির লেকেজন ভয় পাচ্ছিলেন। তাৎক্ষণিক খবর পেয়ে উদ্ধারকর্মী মো.আল মুনজির হাওলাদার ও মাসুদ হাসান ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, এ সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এটি একটি মারাত্মক বিষধর সাপ। তবে সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে তাদের সংস্থাকে খবর দেয়ার অনুরোধ জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল