গাইবান্ধার সাঘাটা উপজেলায় রোপা আমনের নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চলতি মৌসুমে ধানের গড় উৎপাদন নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেপা পদুমশহর ব্লকে এ কর্মসূচি আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান, স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস খান, নুরুল ইসলাম সরকার, আজাদুল ইসলাম ও দুলাল হোসেন।
কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও সেচ সুবিধা পাওয়ায় এবার ধানের ফলন আশানুরূপ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘নমুনা কর্তনের মাধ্যমে এলাকার গড় ফলন নির্ধারণ করা হয়। এটি জাতীয় উৎপাদন পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এ সময় গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষানবিশ শিক্ষার্থীরাও মাঠ পর্যায়ে উপস্থিত থেকে ধান কর্তন ও ফলন নির্ণয়ের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
বিডি-প্রতিদিন/আশফাক