বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান এক গুরুত্বপূর্ণ বাঁকবদল। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে নাগরিক জীবনে সমঅধিকার সংরক্ষণে রাষ্ট্র সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সব ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান এক গুরুত্বপূর্ণ বাঁকবদল। কেবল সরকার পতন নয়; রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার দাবিতে পরিচালিত একটি গণ আন্দোলন। দীর্ঘ ১৬ বছর আওয়ামী ফ্যাসিজমের অবসান ঘটিয়ে এ অভ্যুত্থান নতুন রাজনৈতিক চেতনার উত্থান ঘটিয়েছে। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের পথ সুগম হয়েছে।
জুলাই অভ্যুত্থান রাষ্ট্রব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ সংস্কারের সূচনা করেছে; যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতার প্রশ্ন জোরালোভাবে উঠে এসেছে। এ সংগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক সমাজ ও শ্রমজীবী শ্রেণির সক্রিয় অংশগ্রহণ ছিল। এ পরিপ্রেক্ষিতে জুলাই ‘ঘোষণাপত্র’ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে একটি দিকনির্দেশনা হিসেবে কার্যকর হতে পারে।
বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ১৬ বছর ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক দমন-পীড়নের যুগ। এই শাসনামলে স্বৈরাচারী দমননীতিতে বিরোধী দল ও সমালোচকদের বিনা অপরাধে গ্রেপ্তার, নির্যাতন ও গুম করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা কেবল হরণই নয়, বরং সম্পূর্ণ ধ্বংস করে গণমাধ্যম নিয়ন্ত্রণে নেয় আওয়ামী ফ্যাসিবাদী সরকার। স্বাধীন মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়। বাকরুদ্ধ হয় জাতির বিবেক!
নির্বাচনে চরম দুর্নীতির মাধ্যমে একাধিক ভুয়া নির্বাচন করে সরকার; যেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জালিয়াতিতে প্রত্যক্ষ সহযোগিতা করে। নাগরিকের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। গোষ্ঠীভিত্তিক সরকারি সুবিধা প্রদানের রীতি চালু করে চরম অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়। এতে ধনী ও দরিদ্রের পার্থক্য তীব্র হয়।
ফ্যাসিবাদী শক্তির এই আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হয় এবং গণ অভ্যুত্থানের পথ সুগম হয়।
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চব্বিশের জুলাই অভ্যুত্থান ঘটে। শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলে। স্বৈরাচার হাসিনা সরকার বরাবরের মতোই ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের দমনে তৎপর হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের মদদপুষ্ট ছাত্র সংগঠন ছাত্রলীগ ও পেটোয়া পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে দমন-পীড়নে মেতে ওঠে। ফলে আন্দোলন আরও বেগবান হয়ে গণ অভ্যুত্থানে রূপ নেয়।
আগস্টের শুরুতে সরকার পতনের এক দফা দাবিতে দেশের সর্বত্র গণবিস্ফোরণ ঘটে। তীব্র গণপ্রতিরোধে স্বৈরাচারের পেটোয়া বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ছাত্র-জনতার অবস্থান আরও তীব্র ও দৃঢ় হয়। ৫ আগস্ট রাজধানী ঢাকাসহ সারা দেশ যেন এক দফা দাবিতে পথে নেমে আসে। এদিন স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। স্বৈরাচারমুক্ত হয় বাংলাদেশ।
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ভূমিকা ছিল অগ্রগণ্য। ছাত্রী ও নারী সমাজের অংশগ্রহণ আন্দোলনকে আরও বেগবান করে। বিশেষভাবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলন মধ্যবিত্ত সমাজকে ঐক্যবদ্ধ করেছিল। বেসরকারি চাকরিজীবী ও শ্রমিকদের ধর্মঘটও সরকারকে চাপে ফেলেছিল। নাগরিক সমাজের এ প্রতিবাদ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আশার সঞ্চার করে।
স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে নাগরিক জীবনে সমঅধিকার সংরক্ষণে রাষ্ট্র সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সব ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন।
সংবিধান সংস্কার
বাংলাদেশের সংবিধান অনেকবার সংশোধিত হয়েছে; ফলে একদলীয় দুঃশাসনের প্রবণতা বেড়েছে এবং সংসদ ও বিচার বিভাগের ওপর নির্বাহী ক্ষমতার প্রভাব চূড়ান্ত হয়। এ সমস্যার সমাধানে সংবিধানে গণতান্ত্রিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সংসদ, বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
নির্বাচন ব্যবস্থার সংস্কার
বিরাজমান নির্বাচনি ব্যবস্থা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। ভোট কারচুপি, প্রশাসনের প্রভাব ও বিরোধী দল দমনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়। এই শোচনীয় অবস্থা থেকে উত্তরণে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ভোট কারচুপি বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। সব দলের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
অর্থনৈতিক বৈষম্যের অবসান
ফ্যাসিবাদী শাসনে-শিক্ষা, কৃষি ও শিল্প খাত অবহেলিত এবং ধনী-গরিব বৈষম্য তীব্রতর হয়েছে। এ সমস্যার সমাধানে অর্থনীতিকে সুষম ও অন্তর্ভুক্তিমূলক এবং শ্রম অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিচার ব্যবস্থার সংস্কার
বর্তমান বিচারব্যবস্থা রাজনৈতিক প্রভাবাধীন। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করতে হবে। বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিষিদ্ধ করতে হবে।
শিক্ষার সংস্কার
শিক্ষার উন্নয়নে একটি জাতির ভাগ্যের পরিবর্তন হয়। তবে দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার অর্ধশতাব্দী অতিবাহিত হলেও দেশের শিক্ষার কোনো মৌলিক উন্নয়ন হয়নি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বাজেট বরাদ্দ। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন ও স্বৈরাচারী শাসনব্যবস্থা ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অভিশাপ থেকে জাতিকে মুক্তি দিতে এ খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিনির্ভর নৈতিক ও প্রায়োগিক শিক্ষাব্যবস্থার প্রবর্তন করতে হবে।
স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার
ফ্যাসিবাদের দুঃশাসনকালে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সেবার পরিবর্তে এ খাত বাণিজ্যিক রূপ নিয়েছে। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির অভাবে হাজারও জনগণ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রামীণ জনপদে এ সেবার মান আরও ভয়াবহ। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনপদে আগে সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সঠিক রোগ নির্ণয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসাযন্ত্র সরবরাহ করতে হবে। চিকিৎসকের অর্থোপার্জনই কেবল মুখ্য নয় বরং রোগীর সেবাই দায়িত্ব, এমন শিক্ষায় গড়ে তুলতে হবে। সরকারি অথবা বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যবিমা চালু করতে হবে এবং এক্ষেত্রে সরকারকে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে।
সাংস্কৃতিক সংস্কার
সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান একটি দেশের সমাজব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এক্ষেত্রে বাঙালি চিরায়ত সংস্কৃতি চর্চার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রাধান্য দিতে হবে। মুক্তচিন্তার সুযোগ থাকবে, তবে মুক্তচিন্তার আড়ালে পাশ্চাত্যের অপসংস্কৃতি চর্চা নিয়ন্ত্রণ করে তরুণ প্রজন্মকে রক্ষার রূপরেখা তৈরি করতে হবে।
এ ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করতে সহায়ক হবে বলে আশা করা যায়। কারণ, এ ঘোষণাপত্রের লক্ষ্যই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা; সংবিধান ও আইন সংস্কার; অর্থনৈতিক সমতা ও ন্যায়বিচার নিশ্চিত এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা।
জুলাই গণ অভ্যুত্থান কেবল সরকার পতন নয়; বরং দেশের ভঙ্গুর অর্থনীতি, স্বার্থসিদ্ধির রাজনৈতিক সংস্কৃতি ও আর্থ-সামাজিক বৈষম্যের মূলে কুঠারাঘাত। এ আন্দোলন গণতন্ত্র, মানবাধিকার এবং অর্থনৈতিক সাম্যের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি করেছে। তাই যথাযথ পরিকল্পনা ও জনঅংশগ্রহণে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জাতির মুক্তির পথ সুগম করতে হবে।
লেখক : অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়