দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। সম্প্রতি দর্শকপাড়া ‘পুষ্পা ২’ সিনেমার ‘কিসিক’ গানের উচ্ছ্বাসে মেতেছে। সোশ্যাল মিডিয়াতে ‘কিসিক’ গানের অংশ ছাড়াও তার সৌন্দর্য নিয়েও চর্চা দেখা যায়
দক্ষিণী এই তারকার জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানে। বিদেশে জন্ম হলেও বেঙ্গালুরুতে চলে আসেন তিনি। এই শহরেই স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেন। ছোট থেকেই ‘নাচ’ ভালোবাসেন তিনি। প্রশিক্ষণ নেন ভরতনাট্যমে। ২০১৭ সালে তেলেগু ছবি ‘চিত্রাঙ্গদা’য় কাজ করার মধ্য দিয়ে অভিষেক হয় তার। ২০১৯ সাল থেকে পুরোদমে অভিনয়ে প্রবেশ করেন এই অভিনেত্রী। তেলেগুর পাশাপাশি কন্নড় ছবিতেও দেখা গেছে তাকে। সোশ্যাল মিডিয়াতে শ্রীলীলার রূপকাহনের চর্চাও দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমে দক্ষিণী এই তারকা প্রকাশ করেছেন নিজের সৌন্দর্য রহস্য। এর ধারাবাহিকতায় তিনি সরল ভাষায় বলেছেন, ‘সাদামাটা পরিচর্যাতেই তার আস্থা’। রইল বিস্তারিত...
হাইড্রেশন (পানীয়) : শ্রীলীলা অনস্ক্রিন অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে উজ্জ্বল আলো ছাড়িয়ে, তিনি এমন প্রাকৃতিক সৌন্দর্য বিকিরণ করেন, যা মেকআপকেও ছাড়িয়ে যায়। তাই শ্রীলীলা স্বাস্থ্যকর ফলের জুস পান করেন।
সুষম খাদ্য : স্বাস্থ্যকর ত্বক অর্জনে শ্রীলীলার পরামর্শ- প্রচুর পরিমাণে পানি পান করা, সবুজ শাকসবজি খাওয়া এবং যতটা সম্ভব প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকা। তিনি বিশ্বাস করেন, আমাদের ত্বক সর্বদাই আমাদের শরীরের প্রতিফলন করে। তাই এর সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করা উচিত।
যোগাসন : শ্রীলীলা তার খাবারের পছন্দের ক্ষেত্রে কখনোই আপস করেন না এবং সুষম খাদ্য বজায় রাখেন। তার ডায়েটে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, প্রোটিন এবং ফাইবারের মতো সমস্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। অভিনেত্রী যোগার একজন অনুরাগী। তিনি বিশ্বাস করেন, যোগা একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। শ্রীলীলা সেই স্বাস্থ্যকর আভা অর্জনের জন্য প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট তার যোগা সেশনে উৎসর্গ করেন।
ত্বকের যত্ন : শ্রীলীলার ত্বকের যত্ন সত্যিই সহজ কার্যকর, অভিনেত্রী সেই উজ্জ্বল আভা পেতে তার ত্বকের জন্য দুধের ক্রিম (মালাই) ব্যবহার করেন। তিনি তার ত্বককে সুন্দর রাখতে দুধ এবং বেসন প্যাক ব্যবহার করতে পছন্দ করেন।
প্রয়োজনীয় জিনিসপত্র : নিজের ত্বকের যত্নে প্রয়োজনীয় জিনিসপত্র না নিয়ে কখনোই চলতে পারেন না। তার প্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে ফেস মাস্ক, ফেস টোনার এবং সানস্ক্রিন (এসপিএফ)। অভিনেত্রী বিশ্বাস করেন, ধারাবাহিকতাই মূল চাবিকাঠি। তাই প্রয়োজনীয় পণ্য ছাড়া তিনি বাইরে যান না।