‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বসুন্ধরা শুভসংঘের ভবিষ্যত কর্মপরিকল্পা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘের সভাপতি জসীম উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ আলী, বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী, বাংলানিউজ২৪ ডটকমের জামালপুর প্রতিনিধি সাগর ফরাজী, কালেরকন্ঠের জামালপুর প্রতিনিধি রাকিব হাসান নয়ন, ডেইলি সানের জামালপুর প্রতিনিধি ইমরান মাহমুদ, শুভসংঘ জামালপুরের সহ-সভাপতি ইয়াসীর আরাফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আসিফ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম গতিশীল এবং জামালপুর জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, মানবিক সহায়তা নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষ রোপণ, পাঠচক্র, পথশিশুদের পাঠদান, বর্ষবরণ, পিঠা উৎসব, শরৎ উৎসবের পাশাপাশি নতুন গণমাধ্যম কর্মী তৈরির লক্ষ্যে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা করার প্রস্তাব করেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন শুভসংঘ জামালপুরের সাংগঠনিক সম্পাদক উমর ফারুক।
বিডি প্রতিদিন/নাজিম