এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর দলের প্রধান কোচ মাইক হেসনের পদত্যাগ দাবি করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। তার মতে, হেসনের কৌশল ছিল দুর্বল ও বাস্তবতার সঙ্গে সংযোগহীন, যার ফলেই এমন পরাজয়।
বাসিত আলী সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দলের জন্য এমন একজন স্থানীয় কোচ নিযুক্ত করা হয়, যিনি দেশের ক্রিকেট ও সমর্থকদের আবেগ-অনুভূতি ভালোভাবে বোঝেন।
তিনি বলেন,"বিদেশি কোচের ওপর নির্ভর না করে এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত, যিনি দেশের মাটি, সংস্কৃতি আর খেলোয়াড়দের মনস্তত্ত্ব সম্পর্কে ভালো ধারণা রাখেন। এতে দল আরও কার্যকরভাবে পরিচালিত হবে।"

শুধু কোচ নন, পাকিস্তানের বর্তমান অধিনায়ক সালমান আঘারও বাসিতের সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেন, "সালমান একজন 'ইয়েস ম্যান'। মাঠের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সাহস তার মধ্যে নেই। ফাইনালে মোহাম্মদ নাওয়াজকে বোলিং না করানো একটি বড় ভুল ছিল।"
সাবেক এই ক্রিকেটার আরও দাবি করেন, পেসার শাহিন শাহ আফ্রিদিকে অন্যায়ভাবে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শাহিনকে অধিনায়কত্বে ফিরিয়ে আনা উচিত। তার নেতৃত্বে দল আগ্রাসী ও উজ্জীবিত থাকে।
বিডি প্রতিদিন/মুসা