এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই মেগা ম্যাচে ভারতকে ফেভারিট মানলেও পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক বলছেন, একদিনের লড়াইয়ে যে কোনো কিছুই ঘটতে পারে।
পাকিস্তানের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া মিসবাহ বলেছেন, “ভারত ভালো একটি দল, সবাই এটা জানে। কিন্তু ফাইনাল তো মাত্র একটি ম্যাচ। পাকিস্তানের হারানোর কিছু নেই। আমাদের শুধু ভালো একটি দিন কাটাতে হবে আর ভারতের বাজে একটি দিন যেতে হবে।”
পিটিভি স্পোর্টসের একটি অনুষ্ঠানে মিসবাহ আরও বলেন, “দেশবাসী এখন পুরোপুরি ঐক্যবদ্ধ এবং সবাই প্রার্থনা করছে যাতে আমাদের ক্রিকেট দল ভালো খেলতে পারে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে দেশবাসীর মধ্যে অন্যরকম উত্তেজনা থাকে।”
তিনি পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য পরামর্শ দিয়ে বলেন, “উইকেটের প্রকৃতি বুঝে সেই অনুযায়ী ফাখর জামান, সালমান আলি আগাদেরকে খেলা দরকার। আমাদের ব্যাটিং ইউনিটকে ধৈর্য্য ধরে খেলতে হবে।”
মিসবাহের মতে, এশিয়া কাপের এই ফাইনাল শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটি দুই দেশের ক্রিকেট প্রেমীদের জন্যও এক স্মরণীয় লড়াই।
এদিকে, চলতি আসরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে দুই ম্যাচে হেরেছে। তবে ফাইনালে পাকিস্তানের আশা তাদের অভিজ্ঞতার ওপর ভর করে।
বিডি প্রতিদিন/মুসা