খাগড়াছড়ি-ঢাকা ও চট্টগ্রাম সড়কে যৌথ খামার এলাকায় ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে ইউপিডিএফ (প্রসীত) মসর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) গাছের গুঁড়িতে আগুন লাগিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা ও অবরোধ করেছে। আজ রবিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করে তারা।
পরবর্তীতে সেনাবাহিনীর সাপ্তাহিক মুভ চট্টগ্রাম যাওয়ার পথে ওই স্থানে গেলে পিসিপি সন্ত্রাসীরা দূরে চলে যায়। মুভে অবস্থানরত সেনা সদস্যরা গাছের গুঁড়িতে আগুন দেখতে পেয়ে গাছের গুঁড়ি রাস্তার পাশে ফেলে দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে। বর্তমান গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বটতলা/হেডম্যান পাড়া।/সিংগুলি পাড়া এলাকায় পিসিপির সদস্যরা ১০ জন ১৫ জন করে একেক জায়গায় একেক একটি দল অবস্থান করছে।
জানা গেছে, গুইমারার লাভলু বাজার এলাকায় সেনাবাহিনী ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ১১ জন সেনাবাহিনীর সদস্য ও ৩ জন পাহাড়ি উপজাতি আহত হয়েছে।