এশিয়া কাপের ফাইনালে আবারও দেখা যাবে প্রবল প্রতিদ্বন্দ্বিতা ভারত-পাকিস্তানের মধ্যে। এর আগে সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ ছিল রুদ্ধশ্বাস এবং সুপার ওভারে শেষ হয়। তবে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তাদের অস্বস্তিকর অবস্থার কারণে প্রশ্ন উঠেছে—ফাইনালে খেলতে পারবেন কি তারা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক শর্মা ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেললেও ইনিংসের দশম ওভারে মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং সুপার ওভারে ফেরেননি। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ম্যাচ শুরুতেই এক উইকেট নিলেও এরপর আর মাঠে নামেননি।
ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, অভিষেকের পেশিতে টান ধরেছিল তবে তিনি বর্তমানে পুরোপুরি ফিট এবং খেলতে পারবে। অন্যদিকে হার্দিকের চোটের গম্ভীরতা সম্পর্কে এখনও স্পষ্ট নয়, তার অবস্থার মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এমন পরিস্থিতিতে হার্দিকের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা হবে। এতে পেস বোলিং বিভাগ দুর্বল হবে এবং মিডল অর্ডারের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হবে। তখন বুমরা, অর্শদীপ বা হর্ষিতের উপর বেশি দায়িত্ব পড়বে।
বিডি প্রতিদিন/মুসা