চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তার মাথা থেঁতলানো ও রক্তাক্ত দেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিকভাবে তাকে ইটভাটার শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মহিউদ্দিন জানান, গাড়িচাপায় মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ