পল্লবী থানার অন্তর্ভুক্ত ৩নং ওয়ার্ডের উন্নয়ন ও বসবাসের জন্য উন্নত সেবা প্রদানের লক্ষ্যে উদয়ন স্কুলে এলাকাবাসী ও সুধীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় এলাকার পয় নিষ্কাশন, জলাবদ্ধতা, মশক নিবারণ, বৃক্ষরোপণ, খেলার মাঠ সংরক্ষণ, স্কুল, মসজিদ, মাদ্রাসার আশপাশে হর্ন না বাজানো, পাঠাগার নির্মাণ, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং মাদকমুক্ত সমাজর গড়ার উপর জোর দেওয়া, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার এবং সর্বোপরি চাঁদাবাজমুক্ত ৩নং ওয়ার্ড গঠন করার জন্য আলোকপাত করা হয়।
সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এলাকাবাসী তার বক্তব্যের সাথে একমত পোষণ করে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, উদয়ন স্কুল কমিটির সভাপতি মো. হালিম এবং ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন