পুরো ম্যাচে দাপট ছিল ম্যানচেস্টার সিটিরই। ঘরের মাঠে শনিবার বার্নলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। প্রতিপক্ষের ডিফেন্ডার ম্যাক্সিম এস্তিভের জোড়া আত্মঘাতী গোলের পর শেষদিকে জ্বলে উঠেন আর্লিং হাল্যান্ড। তার জোড়া গোলে বার্নলিকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলে এগিয়েছে সিটিজেনরা। সিটির হয়ে বাকি গোলটি করেন ম্যাথিউস নুনেস।
বার্নলির বিপক্ষে এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এল ম্যান সিটি। ছয় ম্যাচে সিটিজেনদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলি। বার্নলির বিপক্ষে সবশেষ ১৩ বারের দেখাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। ১৯৬৩ সালের পর সিটির মাঠে জয়ের দেখা পায়নি বার্নলি।
ইতিহাদে প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি ম্যান সিটি। বিরতির আগে মাত্র দুটি শট লক্ষ্যে রাখে তারা। ১২ মিনিটে প্রতিপক্ষের ভুলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ছয় গজ দূর থেকে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন বার্নলির ডিফেন্ডার এস্তিভ।
এরপর ৩৮ মিনিটে জাইডন এন্থনির গোলে সমতায় ফিরে বার্নলি। ১০ গজ দূর থেকে তার নেওয়া শট রুবেন দিয়াজের গায়ে লেগে সিটির জালে জড়ায়। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্যবধান ২-১ করেন ম্যাথিউস নুনেজ। হালান্ডের পাস থেকে মৌসুমের প্রথম গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার। চার মিনিট পরই ব্যবধান হয়ে যায় ৩-১। দুঃস্বপ্নের এক ম্যাচে আবারও নিজেদের জালে বল পাঠান বার্নলির ফরাসি ডিফেন্ডার এস্তিভ।
সিটির পরের দুটি গোল এসেছে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। ৯০ মিনিটে প্রথম গোলের পর যোগ করা সময়ের ৩ মিনিটে আরেকবার বল জালে পাঠিয়ে সিটির বড় জয় নিশ্চিত করেন নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ড হালান্ড।
বিডি প্রতিদিন/নাজিম