এশিয়া কাপ ২০২৫ এর উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রবিবার ফের একবার ক্রিকেটপ্রেমীদের জন্য মহারণ—বাইশ গজে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ‘সুপার ফোর’ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
ইতোমধ্যে চলতি টুর্নামেন্টে একবার পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর এবার সেই জয় থেকেই চরম আত্মবিশ্বাস নিয়ে নামছে সূর্যকুমার যাদবের দল।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি আবেগ, বাড়তি উত্তেজনা। তবে পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে এখনো পর্যন্ত ভারতই এগিয়ে। এশিয়া কাপে দুই দল মোট ১৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১১ বার, পাকিস্তান ৬ বার, অমীমাংসিত ২টি ম্যাচ।
ফরম্যাট অনুযায়ী পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে দুই দল মোট ১৫ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জয় পেয়েছে ৮ বার, পাকিস্তান ৫ বার, এবং ২টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। টি-২০ ফরম্যাটে মোট ৪ বার দেখা হয়েছে, তার মধ্যে ভারত জিতেছে ৩ বার ও পাকিস্তান মাত্র ১ বার।
ভারতীয় দল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। ব্যাটিং বিভাগে অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন এবং অধিনায়ক সূর্যকুমার যাদব নিয়মিত রান করছেন। এঁরা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
স্পিন বিভাগেও রয়েছে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো ম্যাচ উইনার। যদিও শুভমন গিলের ফর্মে না থাকা এবং পেস বোলিংয়ে যশপ্রীত বুমরার উপর অতিরিক্ত নির্ভরতা কিছুটা চিন্তার কারণ।
অন্যদিকে পাকিস্তানের প্রধান ভরসা এখনও বোলিং বিভাগ। যদিও প্রথম ম্যাচে শাহিন আফ্রিদি সেভাবে সফল হননি, তবুও তাঁর অভিজ্ঞতা ও স্কিল ভারতের বিরুদ্ধে বড় ফ্যাক্টর হতে পারে। পাশাপাশি স্পিন বিভাগে সাইম আয়ুব, মহম্মদ নওয়াজ ও আবরারও ভারতের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারে।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। পরিসংখ্যান, ফর্ম ও মানসিক শক্তির বিচারে ভারতই আপাতত এগিয়ে। তবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চূড়ান্ত অনিশ্চয়তা। একেক দিন একেক নায়ক কে জিতবে, তা বলা কঠিন। সব চোখ এখন সেই মেগা দ্বৈরথের দিকে!
বিডি প্রতিদিন/মুসা