এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে ফের একবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে টসের সময় ঘটে যাওয়া একটি মুহূর্ত। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে যেমন হয়েছিল, এবারও টসের সময় হাত মেলালেন না দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলি আগা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে টসের পর সাধারণত যেভাবে দুই অধিনায়ক ও ম্যাচ রেফারি করমর্দন করে থাকেন, এবারও সেই প্রথা মানা হয়নি।
সূর্যকুমার যাদব কেবল হাত মেলান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা হাত মেলাননি সূর্যকুমার বা রেফারির কারও সঙ্গেই।
প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচের সময় করমর্দন না হওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি করেছিল, ম্যাচ রেফারি পাইক্রফট-ই নাকি সালমান আলিকে হ্যান্ডশেক না করার নির্দেশ দেন। এ নিয়ে তারা রেফারির অপসারণও দাবি করেছিল।
কিন্তু বিস্ময়ের বিষয়, সেই অ্যান্ডি পাইক্রফটকেই আবারও ভারত-পাকিস্তান ম্যাচে রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা