সিরি ‘আ’ মৌসুম শুরুর আগে বড় ধাক্কা খেল শিরোপাধারী নাপোলি। দলের প্রধান স্ট্রাইকার রোমেলু লুকাকু ছিটকে পড়েছেন মাঠের বাইরে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে পাওয়া ঊরুর চোট তাকে অন্তত নভেম্বর পর্যন্ত খেলতে বাধা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাপোলির দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর লুকাকুর স্ক্যান করানো হয় পিনেতা গ্র্যান্ডে হাসপাতালে। তাতে তার বাঁ পায়ের ঊরুতে গুরুতর চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে।
এই ইনজুরির ফলে আগামী ২৩ আগস্ট সিরি ‘আ’র নতুন মৌসুমে নাপোলির প্রথম ম্যাচে লুকাকুকে পাওয়া যাবে না, এমনকি তিনি বেঞ্চেও থাকবেন না।
৩২ বছর বয়সী লুকাকু গত মৌসুমে ১৪ গোল করে নাপোলিকে চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা রেখেছিলেন। চলতি মৌসুমে কেভিন ডি ব্রুইনার সঙ্গে জাতীয় দলের যুগলবন্দিতে আরও দুর্দান্ত কিছু করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু মৌসুম শুরুর আগেই তার সেই সম্ভাবনায় বড় ধাক্কা লাগলো।
চোটে পড়া লুকাকুর বিকল্প খুঁজতে এরই মধ্যে ট্রান্সফার মার্কেটে তৎপর হয়েছে নাপোলি। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ ফরোয়ার্ড জশুয়া জিরকিজি এবং ক্রিস্টাল প্যালেসের ইয়ান ফিলিপে মাতেতাকে দলে নিতে আগ্রহী ক্লাবটি।
বিডি প্রতিদিন/মুসা