ইংলিশ প্রিমিয়ার লিগে আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। বরং নিজেদের গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে গোল খেয়ে বসে স্বাগতিকরা। ফলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্সেনাল।
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে মিকেল আর্তেতার দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি। ম্যাচের ১৩তম মিনিটে আর্সেনালের একটি কর্নার ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন ইউনাইটেড গোলরক্ষক আলতাই বায়িন্দির। তার হাতে লেগে বল চলে যায় দূরের পোস্টে, যেখানে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন কালাফিওরি।
গোলের পর আক্রমণে আরও জোর বাড়ায় ইউনাইটেড। ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে তারা মোট ২২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। তবে দুর্ভাগ্য কিংবা গোলরক্ষক দাভিদ রায়ার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে একটিও জালে পৌঁছায়নি।
৩০তম মিনিটে প্যাট্রিক ডগুর নিচু শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়ার একটি কঠিন কোণ থেকে শট নিলেও তা রুখে দেন রায়া।
দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন উভয় কোচই। আলোচনার কেন্দ্রে থাকা স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশকে তুলে নিয়ে কাই হাভার্টজকে মাঠে নামান আর্তেতা। আর ৭৩তম মিনিটে ব্রায়ান এমবুমোর হেড ঝাঁপিয়ে রক্ষা করেন আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক রায়া।
শেষ সময়েও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে ইউনাইটেড, কিন্তু গোলের পথ খুঁজে পায়নি রুবেন আমোরিমের দল।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। আর নটিংহ্যাম ফরেস্ট ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।
বিডি প্রতিদিন/মুসা