লুইস এনরিকে বার্সেলোনা ছেড়েছেন প্রায় আট বছর হয়ে গেছে। তবুও বার্সার প্রতি তার ভালোবাসা আজও অটুট। খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সেলোনার সোনালী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই স্প্যানিশ কিংবদন্তি বর্তমানে প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তবে, বার্সেলোনার প্রতি তার সমর্থন এতটুকুও কমেনি।
আজ রাতে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর আগে এই মৌসুমে তিনবার দেখা হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর, যেখানে কাতালানরা প্রতিটি ম্যাচেই জয়লাভ করেছে। এই তিন ম্যাচে বার্সা গোল করেছে ১২টি। হজম করেছে মাত্র চারটি। পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে কতটা আধিপত্য দেখাচ্ছে বার্সা। এদিকে, আজকের ম্যাচে জয় পেলে লা লিগা শিরোপার আরও কাছে চলে যাবে কাতালানরা। আর আজকেই এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বার্সাকে সমর্থন দিচ্ছেন লুইস এনরিকে।
চোটের কারণে দুর্বল রক্ষণ নিয়ে মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। যে কারণে এই ম্যাচের ফেভারিট হিসেবেই মাঠে নামছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দলের আক্রমণভাগ ইউরোপের অন্যতম সেরা। লুকাস ভাজকেজ ও ফ্রান গার্সিয়ার মতো খেলোয়াড়দের দুর্বলতা কাজে লাগিয়ে বার্সা সহজেই গোল করতে সক্ষম হবে বলে মনে করছেন অনেকেই।
এই আত্মবিশ্বাসের সুর শোনা গেল বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় ও কোচ লুইস এনরিকের কণ্ঠেও। শনিবার মন্টপেলিয়ের বিপক্ষে পিএসজির ৪-১ গোলের জয়ের পর এল ক্লাসিকো নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানাতে গিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়েরিও এএস-কে তিনি বলেন, বার্সেলোনা সহজেই ৩-০ গোলে জিতবে।
বার্সেলোনার মতোই পিএসজিও এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা ইতোমধ্যেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছে। কোপ ডি ফ্রান্স ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে একটি ঐতিহাসিক ট্রেবল পূর্ণ করবে প্যারিসিয়ানরা।
লুইস এনরিকের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির জন্য গলা ফাটাবেন অনেক বার্সেলোনা সমর্থক। আর আজ রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার জয় কামনা করবেন এনরিকে।
বিডি প্রতিদিন/কেএ