রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বাধীন আহমেদ নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। স্বাধীন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশের মাঠে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন রাতে কাজলা গেট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছিলেন।
তিনি জুবেরী ভবনের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে পৌঁছালে দুই-তিনজন অজ্ঞাতপরিচয় যুবক তার পথরোধ করে। কথা বলার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার থুঁতনি ও বাম হাতে আঘাত লাগে। স্বাধীনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।