অবশেষে পরিচয় মিলেছে মালয়েশিয়ার জেলে থাকা নাম-পরিচয়হীন বাংলাদেশির। ১৮ বছর ধরে নিখোঁজ থাকা নাম পরিচয়হীন ব্যক্তিকে খুঁজে পেল তার পরিবার। হাইকমিশন ও মিডিয়ার বদৌলতে মালয়েশিয়ার জেলে থাকা ব্যক্তিকে নিজের স্বামী বলে দাবি করেছেন এক নারী। পরিবারের দাবি, তার নাম জাহাঙ্গীর আলম। দেশের বাড়ি নরসিংদীর জিৎরামপুরের চরদিঘলদী গ্রামে।
স্ত্রীর পাঁচ মাস গর্ভকালীন সময়ে মালয়েশিয়া পাড়ি জমা জাহাঙ্গীর আলম। মালয়েশিয়া যাওয়ার কিছুদিন পর থেকেই নিখোঁজ তিনি।
সম্প্রতি বাংলাদেশ হাইকমিশন জেলখানায় থাকা ব্যক্তিটির তথ্য পরিচয় চেয়ে ফেসবুকে পোস্ট করেন। এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ করা হয়। সেই নিউজ দেখে উক্ত ব্যক্তিকে নিজের স্বামী বলে দাবি করছেন। ব্যক্তিটি অসুস্থতার কারণে নিজের নাম, পরিচয় কোনো কিছুই বলতে পারছেন না।
পরিবারের দাবি, তার নাম জাহাঙ্গীর আলম ও দেশের বাড়ি নরসিংদীর জিৎরামপুর চরদিঘলদী গ্রামে। পরিবারের পক্ষ থেকে হাইকমিশন থেকে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই