নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে ‘জিএসইএ প্রতিযোগিতা ২০২৫–২৬ এর সচেতনতামূলক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ, এন্ট্রাপ্রেনার্স অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রউফ চৌধুরী, এনইউবির রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাওসিফ এস. আলী ও তন্দ্রা রহমান।
অনুষ্ঠানে লাবিবা আব্দুল্লাহ বলেন, জিএসইএ একটি আন্তর্জাতিক স্বীকৃত প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আর্থিক, বুদ্ধিবৃত্তিকসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। নর্দান ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকেই চেঞ্জ মেকার হিসেবে কাজ করে যাচ্ছে। নতুন উদ্ভাবনী তৎপরতায় শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা সবসময় প্রস্তুত।
ইও বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রউফ চৌধুরী বলেন, ইও একটি বৈশ্বিক কমিউনিটি, যেখানে ২০ হাজারেরও বেশি উদ্যোক্তা পরস্পরের সঙ্গে যুক্ত। এখানে সদস্যরা একে অপরের কাছ থেকে ব্যবসা পরিচালনার কৌশল শিখে থাকেন। আমরা চাই, আরও বেশি তরুণ উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে যুক্ত হোক।
তিনি আরও জানান, জিএসইএ প্রতিযোগিতা চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এখানকার বিজয়ীরা ভারতের পর্বে অংশ নেবেন এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।